করোনা আপডেট

২৪ ঘন্টায় বগুড়ায় নতুন করে ৬৭ জনের করোনা শনাক্ত

বগুড়ায় ২৪ ঘন্টায় নতুন করে ৬৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় মোট করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৬৯ জন। নতুন করে আরও ৫ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ৩২২ জন। নতুন করে করোনা আক্রান্ত হয়ে ৪ জন মৃত্যুবরণ করায় বগুড়ায় মোট মৃত্যুর সংখ্যা ৪৭ জন।

শনিবার ২৭ জুন, সকাল ১১ টায় খবরটি নিশ্চিত করেছেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

২৪ ঘন্টায় বগুড়ায় আক্রান্তদের মধ্যে পুরুষ ৪০ জন,মহিলা ২২ জন এবং শিশু রয়েছে ৫ জন।

সংক্রমিত দের মধ্যে সদর ৫৬ জন, শেরপুর ৪ জন, শিবগঞ্জ ৩, ধুনট ২ জন, শাজাহানপুর ও কাহালু একজন করে করোনা পজিটিভ হয়েছেন।

২৬ জুন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে বগুড়া জেলার ১৭৭ টি নমুনা পরীক্ষার মধ্যে ফলাফলে করোনা পজিটিভ এসেছে ১৮ জনের।
অপরদিকে টিএমএসএস আর টি পিসিআর ল্যাবে মোট ১২৮ টি নমুনা পরীক্ষায় বগুড়ার ৪৯ জনের করোনা পজিটিভ এসেছে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button