জাতীয়
সরকারিভাবে করোনা টেস্ট ফি নির্ধারণ করে পরিপত্র জারি
সরকারিভাবে করোনাভাইরাস (কোভিট-১৯) পরীক্ষা আর বিনামূল্যে থাকছেনা। করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার জন্য সরকারিভাবে ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এতে বুথ থেকে সংগৃহীত নমুনার জন্য ২০০ টাকা, বাসা থেকে নমুনা সংগ্রহ করলে ৫০০ টাকা এবং হাসপাতালে ভর্তি রোগীর নমুনা পরীক্ষা করলে ২০০ টাকা দিতে হবে।
সোমবার স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডঃ নার্গিস বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়েছে।