খেলাধুলা
নিজ ফাউন্ডেশনের লোগো তৈরীতে ভক্তদের ব্যাপক সাড়া পেলেন মুশফিক
সামাজিক যোগাযোগের মাধ্যমে মুশফিকুর রহিম তার নিজের ফাউন্ডেশনের লোগো তৈরীর দায়িত্ব দেন তার ভক্তদের।
মূলত সেই পোষ্টে ভক্তদের লোগো ডিজাইনের আহবান জানান তিনি। যা ৩০ জুন পর্যন্ত ভক্তরা ডিজাইন করে পাঠান মুশফিকের কাছে।
১লা জুলাই নিজের ফেসবুক পেইজে মুশফিক জানান ভক্তদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়ে আনন্দিত তিনি। ফাউন্ডেশনের জন্য ১৭০০ এর অধিক লোগো পেয়েছেন তিনি এতদিনে।
বর্তমান পরিস্থিতিতে না হলেও পরবর্তীতে সেরা ৫ জনকে নির্বাচিত করে তাদের সাথে ডিনার করবেন বলে জানান তিনি। যা তিনি আগেই ঘোষণা করেছিলেন।