বগুড়ায় নতুন করে আরও ১৪৭ জনের করোনা শনাক্ত
বগুড়ায় ২৪ ঘন্টায় নতুন করে ১৪৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় মোট করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৯৯ জন। নতুন করে আরও ৪৩ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ৮৪৫ জন। নতুন করে করোনা আক্রান্ত হয়ে ১ জন মৃত্যুবরণ করায় বগুড়ায় মোট মৃত্যুর সংখ্যা ৫৪ জন।
শুক্রবার ৩ জুলাই , সকাল ১১ টায় খবরটি নিশ্চিত করেছেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
২৪ ঘন্টায় বগুড়ায় আক্রান্তদের মধ্যে পুরুষ ৮৫ জন,মহিলা ৫৬ জন এবং শিশু রয়েছে ০৬জন।
সংক্রমিত দের মধ্যে সদরে ১২৮, গাবতলী ৯, শিবগঞ্জ ৪, শেরপুর ৩, শাজাহানপুর ২ এবং আদমদীঘিতে একজন করোনা পজিটিভ হয়েছেন।
২ জুলাই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে বগুড়া ১৮৮ টি নমুনা পরীক্ষার মধ্যে ফলাফলে করোনা পজিটিভ এসেছে ৯ জনের।
অপরদিকে টিএমএসএস আর টি পিসিআর ল্যাবে মোট ৭৬ টি নমুনা পরীক্ষায় বগুড়ার ৩৩ জনের করোনা পজিটিভ এসেছে।
এছাড়াও ঢাকায় পাঠানো ৫৫৪ টি নমুনা পরীক্ষার ফলাফলে ১০৫ জনের করোনা পজিটিভ এসেছে।