বগুড়া সদর উপজেলা
জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে,২ ছিনতাইকারী ও ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শনিবার বিকেলে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশ বগুড়ার অভিযানে ১টি ওয়ান শুটারগান ও বার্মিজ চাকু সহ অস্ত্র, ছিনতাই, মাদক,দ্রুত বিচার,ডাকাতি মামলা সহ ১৫ টি মামলার কুখ্যাত আসামি মোঃ হয়রত আলী (৩৮) পিতা মৃত রমজান আলী সাং মাটিডালি থানা সদর ২,মোঃ মজিবুর রহমান (৪০) পিতা মৃত সাদেক আলী সাং বেলভুজা থানা শিবগঞ্জ উভয় জেলা বগুড়াকে আটক করেছে।
জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর আসলাম আলী জানান, আটককৃতদের বগুড়া সদর থানাধীন মাটিডালি এলাকা হইতে ছিনতাই করার সময় আটক করা হয়।
তিনি আরও জানান, এছাড়াও টিম ডিবি বগুড়া পৃথক মাদক বিরোধী অভিযানে ২ কেজি গাঁজা ১৫০ পিচ ইয়াবা ও ১০ গ্রাম হিরোইন সহ ৫ মাদক ব্যবসায়িকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।