বগুড়ায় ২১৫ নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা শনাক্ত
বগুড়ায় ২৪ ঘন্টায় নতুন করে ৪৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় মোট করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২৪৭ জন। নতুন করে আরও ১৫ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ৮৬০ জন। নতুন করে করোনা আক্রান্ত হয়ে ০৬ জন মৃত্যুবরণ করায় বগুড়ায় মোট মৃত্যুর সংখ্যা ৬০ জন।
শনিবার ৪ জুলাই , সকাল ১১ টায় খবরটি নিশ্চিত করেছেন জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
২৪ ঘন্টায় বগুড়ায় আক্রান্তদের মধ্যে পুরুষ ৩০ জন,মহিলা ১৫ জন এবং শিশু রয়েছে ২ জন।
সংক্রমিত দের মধ্যে সদর ৩২, গাবতলী ৭,শাজাহানপুর ৫, শিবগঞ্জ একজন, আদমদীঘি একজন ও নন্দীগ্রাম একজন।
৩ জুলাই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে বগুড়া ১৮৮ টি নমুনা পরীক্ষার মধ্যে ফলাফলে করোনা পজিটিভ এসেছে ২৭ জনের।
অপরদিকে টিএমএসএস আর টি পিসিআর ল্যাবে মোট ২৭ টি নমুনা পরীক্ষায় বগুড়ার ২০ জনের করোনা পজিটিভ এসেছে।