বগুড়া সদর উপজেলা
বগুড়ায় প্রধানমন্ত্রীর উপহার বন্যা দুর্গতদের দিলেন নবাগত জেলা প্রশাসক
বন্যা দুর্গতদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা উপহার বিতরণ করলেন নবাগত জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক।
০৬ জুলাই, সোমবার সারিয়াকান্দি উপজেলার বন্যা পরিস্থিতি পরিদর্শন, বগুড়া ০১ আসনের আসন্ন উপনির্বাচন উপলক্ষ্যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বন্যা কবলিত কেন্দ্র সমূহ পর্যবেক্ষণ ও কেন্দ্র সমূহ অন্যত্র প্রতিস্থাপনের জন্য জেলা নির্বাচন অফিসার কে নির্দেশনা প্রদান করেন বগুড়া জেলার নবাগত জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া, বগুড়া জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোঃ মাহবুব আলম শাহ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।