আন্তঃজেলা ইজিবাইক ও মটরসাইকেল চুরি চক্রের ৮ জন গ্রেফতার
বগুড়ায় ব্যাটারি চালিত ইজিবাইক ও মটর সাইকেল চুরি চক্রের আন্তঃ জেলা সংঘবদ্ধ দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
আজ দুপুরে সদর থানায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘটনা নিশ্চিত করে বগুড়া সদর থানা পুলিশ।
গতকাল সন্ধ্যা ৭.৩০মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার দিক নির্দেশনায় বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবির এর তত্বাবধানে ইন্সপেক্টর (অপারেশন) হাসান আলীর নেতৃত্বে মাটিডালী মোড় থেকে আন্তঃ জেলা ইজিবাইক ও মোটর সাইকেল চুরি চক্রের ২ সদস্য হামিদ,শফিকুল শাহাদককে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদে তাহাদের দেয়া তথ্যমতে অভিযান পরিচালনা করে দিনাজপুর ও রংপুর জেলা থেকে বাকি ৫ চুরি চক্রের সদস্য হলেন ঘোরাঘাট দামাদারপাড়ার মকছেদ আলীর পুত্র মোঃ সাখাওয়াত (৩২) , একই এলাকার মজিদের পুত্র মোঃ কবির (৩০)। নবাবগঞ্জ থানার হরিপুর এলাকার মোঃ শফিকের পুত্র মোঃ বাবু (৩৩), জেলা দিনাজপুর, রংপুর জেলার মিঠাপুকুর এলাকার মৃত মনছুরের পুত্র মোঃ আনারুল (৪০) ধল্লাকান্দি থানার পীরগঞ্জ এলাকার মন্তাজের পুত্র তছলিম(৫০) কে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
এসময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে সর্বমোট ৪টি ইজিবাইক ও ২টি মটরসাইকেল উদ্ধার করা হয়।