বগুড়া গাবতলীর রামেশ্বরপুরে বিষপানে এক ব্যক্তির আত্মহত্যা
বগুড়ায় গাবতলী উপজেলায় জীবনুনাশক ঔষধ খেয়ে মন্টু মোল্লা (৫০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের মাঝপাড়া গ্রামের আব্দুল খালেকের পুত্র মন্টু মোল্লা অচেতন অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকে। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
মৃত মন্টু মোল্লার ছেলে আব্দুল মালেক জানান, তার বাবা ভাংড়ী মালামাল বিক্রি করতো। সন্ধ্যার পর বাইরে বেরিয়ে পরেন, বাড়ি আসছেন না ভেবে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেন।
এলাকার কিছু মানুষ আনুমানিক রাত ১১ টায় মোবাইলের রিংটোন বাজতে দেখে কাছে গিয়ে অচেতন অবস্থায় দেখতে পেয়ে বাড়িতে খবর দেন।
রামেশ্বরপুর ইউনিয়নের চেয়ারম্যান সেকেন্দার আলী বলেন, আমার ইউনিয়নের বাসিন্দা হওয়ায় আমি তাকে চিনি। ধারণা করা যাচ্ছে সে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় গাবতলী মডেল থানার পুলিশ এসে মন্টু মোল্লার মৃতদেহ পরিদর্শন করেন। এসময় গাবতলী মডেল থানার এ.এস.আই লাল মিয়া বলেন, আত্মহত্যার সুস্পষ্ট কারণ জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে অভাবের তারণায় তিনি আত্মহত্যা করেছেন। পরিবার বা গ্রামবাসীর পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেন গাবতলি মডেল থানা পুলিশ।