বগুড়া সদর উপজেলা
বগুড়া সদর থানায় পুলিশের অভিযানে ১৪ জন গ্রেফতার

বগুড়ায় মাদকের বিশেষ অভিযানে ও বিভিন্ন মামলার আসামীসহ ১৪ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
পুলিশ জানায়, গতকাল রাতে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির এর তত্বাবধানে ইন্সপেক্টর (অপারেশন) হাসান আলীর নেতৃত্বে বগুড়া সদরের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ও বিভিন্ন মামলায় মাদকদ্রব্যসহ ১৪ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির বগুড়া লাইভকে জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়েছে। আজ দুপুরে তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে।