সারিয়াকান্দি উপজেলাসোনাতলা উপজেলা

বগুড়া-১ আসনের উপনির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

করোনা সংক্রমণ বাড়ার ঝুঁকি থাকলেও নির্বাচনের সাংবিধানিক আইন মানতেই এই দুর্যোগের মধ্য আগামী ১৪ ই জুলাই বগুড়া ১ আসনে নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হকের সভাপতিত্বে আজ বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বগুড়া-১ শূন্য আসনের নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, করোনার সংক্রমন যেনো না বাড়ে তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আগে জেলাপ্রশাসকের কক্ষে নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয় এবং পরে তিনি প্রার্থীদের সাথে বৈঠক করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন চৌধুরী,নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ,যুগ্নসচিব ফরহাদ আহাম্মদ খান,নির্বাচন কমিশনার এর একান্ত সচিব আবুল কাশেম মোঃ মাজহারুল ইসলাম,ব্যক্তিগত কর্মকর্তা হাইউল ইসলাম, বগুড়া জেলা পুলিশ সুপার মো: আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) সহ আরো অনেকে।

এই বিভাগের অন্য খবর

Back to top button