তথ্য ও প্রযুক্তিবগুড়ায় থাকা

বগুড়ায় শিগগিরিই চালু হচ্ছে অনলাইনে গবাদিপশু বিক্রির অ্যাপ

মহামারী করোনারভাইরাসের প্রভাবে বগুড়ার খামারিরা পরেছে চরম বিপাকে। করোনায় আক্রান্তের ভয়ে হাট বাজারেও গরু নিয়ে যেতে ভয় পাচ্ছেন খামারিরা। সামনে কোরবানির ঈদ কিন্তু খামারগুলোতে নেই ক্রেতাদের আনাগোনা। এসময় গরু বিক্রি করতে না পারলে বড় ধরনের লোকসানের আশঙ্কা খামারিদের।

ঈদ উপলক্ষে বগুড়ার খামারিরা প্রায় চার লাখ গরু মোটাতাজা করতে বড় অংকের টাকা বিনিয়োগ করেছেন। বিভিন্ন খরচ বেড়ে যাওয়ায় গরু প্রতিপালনে ব্যয় বেড়েছে কয়েকগুণ।

খামারিরা বলেন, গম, ভুট্টাসহ বিভিন্ন জিনিসের দাম অস্বাভাবিক। সবকিছুর দাম বাড়ায় আমাদের খরচও বেড়ে গেছে।

খামারিরা আরও বলেন, হাট বাজারে মানুষজন আসছে না এবং আমরাও যেতে পারছি না। তাই আমরাও গরু বিক্রি করতে পারছি না। আমরা লসের মধ্যে রয়েছি।

বগুড়া জেলা প্রাণি সম্পদ বিভাগ বলেছে, প্রশাসনের সাথে সমন্বয় করে শিগগিরই হাট ব্যবস্থাপনা এবং অনলাইনে গবাদি পশু বিক্রি করার একটি অ্যাপ চালু করা হবে।

বগুড়া জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আমরা অনলাইনে গবাদি পশু চালুর জন্য জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। আশা করি, খুব শিগগিরই এটি চালু হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button