বগুড়া-১ আসনে নির্বাচনী প্রচারনায় সাখাওয়াত হোসেন শফিক
বগুড়া-১ আসনে উপনির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে আজ নৌকার পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরন করেছেন তিনি।
এছাড়াও তিনি নির্বাচনী প্রচারণা শেষে স্থানীয় নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।
মতবিনিময় সভায় তিনি দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নৌকার প্রার্থী সাহাদারা মান্নানের পক্ষে সর্বাত্নক নির্বাচনী কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান।
এ সময় মতবিনিময় সভার প্রধান অতিথি সাখাওয়াত হোসেন শফিক ছাড়াও নৌকার প্রার্থী সাহাদারা মান্নান শিল্পী, বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, সদর আওয়ামী সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, সোনাতলা উপজেলা চেয়ারম্যান মিনাহাদুজ্জামান লিটন, কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, পাকুল্লা ইউনিয়ন চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) আব্দুল খালেক দুলু, মরহুম আব্দুল মান্নান সাহেবের সন্তান সাখাওয়াত হোসেন সজল, মতিউর রহমান মতি, জেলা ছাত্রলীগের সাঃসম্পাদক অসীম কুমার রায়, জেলা যুবলীগ নেতা রাছেদুজ্জামান রাছেল, উপজেলা যুবলীগের সভাপতি আয়ুব তরফদার,সাঃ সম্পাদক আশীক আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাগর, সাঃসম্পাদক দুলাল সহ জেলা ও উপজেলা নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।