১৪ জুলাই সারিয়াকান্দি-সোনাতলা বগুড়া ১ আসনের উপনির্বাচন

আগামী ১৪ জুলাই সারিয়াকান্দি-সোনাতলা বগুড়া ১ আসনের উপনির্বাচন। ১৫ জুলাই এ আসনের মেয়াদ শেষ হতে যাওয়ায় করোনা মহামারী এবং বন্যার মাঝেই নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত। এ নিয়ে এলাকার মানুষের মাঝে কাজ করছে মিশ্র প্রতিক্রিয়া।
সোনাতলা উপজেলার ভোটাররা বলেন, আমরা বিএনপি আওয়ামীলীগ কোন দল বুঝিনা আমাদের এলাকার উন্নয়নে যে দল কাজ করবে আমরা তাকেই নির্বাচিত করতে চাই।
সারিয়াকান্দি উপজেলার বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, আমরা বন্যা কবলিত এলাকায় উন্নয়ন চাই, আব্দুল মান্নান সাহেবের রেখে যাওয়া অসম্পূর্ণ কাজ যিনি সম্পূর্ণ করতে পারবে তাকেই নির্বাচিত করবো।
সাংসদ আব্দুল মান্নানের মৃত্যুর
পর গত ২৯ মার্চ নির্ধারণ করা হয়েছিল বগুড়া-১ আসনের উপনির্বাচন। তবে, করোনা সংক্রমণ রোধে তা স্থগিত করা হয়। কিন্তু আগামী ১৫ জুলাই এই আসনের মেয়াদ শেষ হতে যাওয়ার ১৪ জুলাই নেয়া হয়েছে ভোট গ্রহণের নতুন সিদ্ধান্ত।
উপনির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে বিএনপি প্রার্থী না থাকলেও প্রচারণার জন্য মাঠে নেমেছেন আওয়ামী প্রার্থী।
ভোট প্রসঙ্গে বিএনপির আহসানুল তৈয়ব জাকির বলেন, মানুষের জন্য সংবিধান, সংবিধানের জন্য মানুষ না। এসময় ভোট করা সরকারের তামাশা ছাড়া কিছুই না।
বগুড়া-১ আসনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া প্রয়াত আব্দুল মান্নানের স্ত্রী সাহাদারা মান্নান বলেন, আমি নির্বাচনে অংশ নিয়েছি করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার জন্য এবং আব্দুল মান্নান সাহেবের রেখে যাওয়া অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য।
রিটার্নিং কর্মকর্তা মাহবুব শাহ আলম জানান, সাংবিধানিক বাধ্যবাধকতায়, এ দুর্যোগে স্বাস্থ্যবিধি মেনেই ভোট গ্রহণের পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে।
বগুড়া ১ আসন অর্থাৎ সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলা মিলে গঠিত এই আসনে মোট ভোটার ৩ লাখ ৩০ হাজার ৯৯৩ জন। এর মধ্যে সোনাতলায় মোট ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৬৭ জন এবং সারিয়াকান্দি উপজেলায় ১ লাখ ৭৭ হাজার ৩২৬ জন ভোটার রয়েছেন।
করোনার প্রাদুর্ভাব স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে ভোট দিবে ভোটাররা এমনটাই প্রত্যাশা সবার।