জাতীয়

কোরবানি ঈদের জামাতও মসজিদে হবে

মহামারী করোনাভাইরাস সংক্রমণের কারণে ঈদুল ফিতরের মতো ঈদুল আজহার জামাতও মসজিদে আদায় করার সিদ্ধান্ত দিয়েছে সরকার। একইসঙ্গে নামাজ শেষে কোলাকুলি করতে নিষেধ করা হয়।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় জানানো হয়, প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হবে, এবছর করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহের পরিবর্তে বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে এবং ঈদুল আজহার রাতে নির্দিষ্ট সরকারি ভবনে এবং সামরিক গুরুত্বপূর্ণ ভবনে আলোকসজ্জা করা হবে।

আজ রবিবার (১২ জুলাই) সচিবালয়ে এক আন্ত মন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন।

ধর্মসচিব মো. নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় দেশের বরেণ্য ওলামায়ে কেরামরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button