জাতীয়

ঈদুল আজহার ছুটি তিনদিন থাকতে হবে নিজ কর্মস্থলে

পূর্ব নির্ধারিত তিনদিনই থাকবে ঈদুল আজহার ছুটি, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও ছুটি বাড়ানো হবে না এছাড়া ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগ করা যাবে না, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সোমবার (১৩ জুলাই) মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

এবার আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। (চাঁদ দেখা সাপেক্ষে)


১ আগস্ট ঈদুল আজহা ধরে ২০২০ সালের ছুটির তালিকা তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী ৩১ জুলাই, ১ ও ২ আগস্ট ঈদুল আজহার ছুটি থাকবে। এক্ষেত্রে দুদিনই চলে যাচ্ছে সাপ্তাহিক ছুটির মধ্যে।

এই বিভাগের অন্য খবর

Back to top button