বগুড়ার শিবগঞ্জে ওয়ান শুটার গান ও গুলিসহ গ্রেপ্তার ১
বগুড়ার জেলার শিবগঞ্জ উপজেলায় একটি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
আজ সোমবার বিকেলে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ নুরুল ইসলাম ওরফে নুর আলম (৩৮) শিবগঞ্জের দোপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
শিবগঞ্জ থানা পুলিশ সুত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় কুখ্যাত গরুচোর নুর আলমকে গ্রেপ্তার করে।
পরে তার দেয়া তথ্যমতে থানার এসআই মুস্তাফিজ এবং এসআই ইমরান সহ পুলিশ সদস্যরা রোববার মধ্যরাতে নুর আলমের বাড়ির ছাদে ইটের স্তুপের নিচে থেকে দেশীয় তৈরি ১টি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান জানান, কুখ্যাত গরুচোর নুর আলম ওয়ারেন্ট ভুক্ত আসামী, তার বিরুদ্ধে গরু চুরি সহ আটটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দেয়া হয়েছে এবং আদালতের মাধ্যমে আজ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।