বগুড়া জেলা প্রশাসকের সাথে পূজা উদযাপন পৌর কমিটির সাক্ষাৎ
করোনা পরিস্থিতি উন্নয়নে বগুড়ায় ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নবাগত জেলা প্রশাসক জিয়াউল হকের সঙ্গে সাক্ষাৎ করেছেন পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির নেতৃবৃন্দ।
এসময় সংক্ষিপ্ত আলোচনায় করোনা পরিস্থিতির মাঝেই সকল শ্রেণীপেশার মানুষের সমন্বয়ে গণমানুষের কল্যাণে সর্বদা কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন জেলা প্রশাসক জিয়াউল হক। পরবর্তীতে সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বগুড়ায় তাকে স্বাগত জানান পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের পৌর কমিটির সভাপতি এবং রাজাবাজার আড়ৎদার ও ব্যবসায়ী সমিতির সা: সম্পাদক পরিমল প্রসাদ রাজ, পৌর কমিটির সাধারণ সম্পাদক ডেন্টিস্ট সুজিত কুমার তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও গণমাধ্যমকর্মী সঞ্জু রায়, সাংগঠনিক সম্পাদক এবং জেলা মোবাইল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখর রায় প্রমুখ।