জাতীয়

মুজিবশতবর্ষে এক কোটি বৃক্ষরোপণ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী এক কোটি গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন হবে আগামী ১৬ জুলাই ।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৬ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃক্ষরোপণ মৌসুমে সুবিধাজনক সময়ে দেশের ৪৯২টি উপজেলার প্রতিটিতে ২০ হাজার ৩২৫টি করে গাছের চারা রোপণ করা হবে।

সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টায় গণভবনে একটি তেঁতুল ও একটি ছাতিয়ান গাছের চারা রোপণ করার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।
মুজিববর্ষ উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের গৃহীত কর্মসূচির অগ্রগতি পর্যালোচনার বিষয়ে রোববার (১২ জুলাই) আয়োজিত এক অনলাইন সভায় ওই মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এ কথা জানান।

এই বিভাগের অন্য খবর

Back to top button