আন্তর্জাতিক খবর

করোনায় বিশ্বব্যাপী প্রাণ গেলো ৩ হাজার স্বাস্থ্যকর্মীর

প্রথম সারির করোনাযোদ্ধা হিসেবে তাদের যে নিরাপত্তা ও কর্মপরিবেশ প্রয়োজন অধিকাংশ দেশেই সেটি নেই।সে কারণে তাদের আক্রান্ত হওয়ার সংখ্যা অনেক বেশি। মৃতের সংখ্যাও উদ্বেগজনক।

দেশে ১ হাজার ৮৬৮ চিকিৎসক করোনা সংক্রমণের শিকার হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৬৩ জন। এ ভাইরাসে সংক্রমিত হয়ে অসুস্থ হয়েছেন ১ হাজার ৪৯১ জন নার্স এবং ২ হাজার ৬০ স্বাস্থ্যকর্মী। এদের সকলেই করোনা সংক্রমিতদের চিকিত্তসা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

করোনার নতুন উপকেন্দ্র ব্রাজিলে প্রাণ হারিয়েছে ৩৫১ জন স্বাস্থ্যকর্মী। মেক্সিকোসহ লাতিন আমেরিকার অন্যান্য দেশে মারা গেছে ২৪৮ জন এবং করোনায় সর্বোচ্চ ৫৪৫ জন স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে রাশিয়ায়, যুক্তরাজ্যে মারা গেছে ৫৪০ জন। আর যুক্তরাষ্ট্রে ৫০৭ জন।আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল এমনই তথ্য দিয়েছে। খবর আল জাজিরার।

যদিও মারা যাওয়া স্বাস্থ্যকর্মীদের সংখ্যাটা আরো অনেক বেশি। সংস্থাটি কেবল ৩ হাজার জনের মৃত্যুর খবর পেয়েছে বিভিন্ন মাধ্যম থেকে।

অ্যামেনেস্টির পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের ৬৩টি দেশে স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত পিপিই নেই,মহামারির এই সময়ে বিশ্বের অনেক দেশই স্বাস্থ্যকর্মীদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা দিতে পারছে না। পারছে না ফেস মাস্ক, গাউন, গ্লাভস, সেফটি গগলসহ অন্যান্য জরুরি প্রয়োজনীয় মেডিকেল সামগ্রীর পর্যাপ্ত যোগান দিতে।

এই বিভাগের অন্য খবর

Back to top button