উপজেলাকাহালু উপজেলা

বগুড়ার কাহালুতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেক্ট্রিক মিস্ত্রির মৃত্যু

বগুড়ার কাহালু দরগাহাট রোডের ডিকে অটো রাইস মিলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ইলেক্ট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

মৃত ইলেক্ট্রিক মিস্ত্রি বগুড়া সদর উপজেলার নামুজা ইউপির নিলু খন্দকারের পুত্র মোঃ সজল (৩০)।

আজ মঙ্গলবার দুপুরে ডিকে অটো রাইস মিলের ভেতরে অবস্থিত গবাদি ফার্মের ফ্যানের বিদ্যুৎ সংযোগ ঠিক করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হলে তাকে উক্ত মিলের মালিক বগুড়া শজিমেকে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে।

মৃত সজল ডিকে অটো রাইস মিলে দীর্ঘ ২ বছর যাবৎ ইলেক্ট্রিক মিস্ত্রির কাজ করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার এসআই মহিউদ্দিন।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button