শিবগঞ্জ উপজেলা

বগুড়ার শিবগঞ্জে ডাকাত-পুলিশ গুলি বিনিয়ম, ডাকাত গ্রেফতার

মহাস্থান হতে শিবগঞ্জগামী নাগরজানী গ্রামস্থ পাকা রাস্তায় ডাকাত-পুলিশ গুলি বিনিময়, গুলিবিদ্ধ ডাকাত গ্রেফতার।

আজ মঙ্গলবার সকালে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন।

অদ্য ১৪/০৭/২০২০ তারিখে রাত্রি আনুমানিক ০২ঃ১০ ঘটিকার সময় শিবগঞ্জ থানাধীন মহাস্থান জাদুঘর এর সন্নিকটে নাগরজানী নামাক স্থানে একটি ভটভটি ও দুইটি মাইক্রোবাস আটকিয়ে ১০/১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল ডাকাতি করার প্রস্তুতিকালে মহাস্থান জাদুঘর ক্যাম্পের এস আই এবি মোঃ চাঁন মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে এগিয়ে গেলে সশস্ত্র ডাকাতদল পুলিশকে আক্রমণ করে।
এসময় সোনাতলা থেকে নির্বাচনী দায়িত্ব পালন শেষে শিবগঞ্জে ফেরার পথে শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার কুদরত-ই-খুদা শুভ মহাস্থান জাদুঘর হয়ে উক্ত ঘটনাস্থলে এসে উপস্থিত হন।

উক্ত ডাকাতির ঘটনা জানতে পেরে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামান সংগীয় এস আই আবুল কালাম আজাদ, এএসআই মোঃ আফজাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মশলা গবেষণা ইন্সটিটিউটের দিক থেকে ঘটনাস্থলের নিকট আসলে সশস্ত্র ডাকাত দলটি পুলিশের দুইটি দলের মাঝখানে পড়ে যায়।
এতে ডাকাত দল আক্রমনাত্মক হয়ে ওঠে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।পুলিশ ও আত্মরক্ষার্থে শর্টগান দিয়ে পালটা গুলি করে। সশস্ত্র ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলে ও ঘটনাস্থলের পাশেই ধানখেত থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে হাসপাতালে জিজ্ঞাসাসাবাদে জানা যায় সে বগুড়া সোনাতলা উপজেলার বালুয়াহোট এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে মোঃ জিল্লু রহমান উরফে জিল্লু কানা (৪৮) ।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান জানান, বাংলাদেশ পুলিশের ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম থেকে জানা যায় জিল্লু রহমান উরফে জিল্লু কানার নামে ডাকাতিসহ ৫টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান , দুইটি হসুয়া,চাটটি লোহার রড, একটি গাছকাটা করাত ও একটি গাছের ডালের তৈয়ারী লাঠি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আহত পুলিশ কং ৬৩৫ রাজিব হোসেন,কং ১১৬৪ মোঃ বাচ্চু মিয়া এবং কং ১৫৬৫ মোঃ আশিকুল ইসলামকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে-এ প্রাথমিক চিকিৎসা দেওয়া হইয়াছে।এই ডাকাত দলের পলাতক সদস্যদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এই সংক্রান্তে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

এই বিভাগের অন্য খবর

Back to top button
A palavra '' foi encontrada no array.