বগুড়া-১ আসনে সাহাদারা মান্নান বিপুল ভোটে জয়ী
বগুড়া-১ আসনের উপ-নির্বাচনে ১২৩টি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ৪৫ হাজার ৯৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী সাহাদারা মান্নান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক মার্কার সতন্ত্র প্রার্থী পেয়েছেন ১২১৮ ভোট লাঙ্গল মার্কা পেয়েছেন ৯৬৯ ভোট।
এর আগে আজ মঙ্গলবার ১৪ই জুলাই সকাল ৯টা থেকে এর ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলে।
শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলেও করোনা ভাইরাস আতঙ্ক ও বন্যা দুর্যোগের কারণে ভোটার উপস্থিতি অন্যান্য ভোটের তুলনায় কিছুটা ছিল নির্বাচনটিতে। যদিও নির্বাচন কমিশন থেকে হ্যান্ড স্যানিটাইজেশনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল প্রতিটি কেন্দ্রে।
উল্লেখ্য বগুড়া-১ আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুল মান্নান গত ১৮ জানুয়ারি মৃত্যুবরণ করায় এই আসনটি শুন্য ঘোষণা করা হয়। গত ২৯ মার্চ শুন্য আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও করোনা প্রাদুর্ভাবের কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল।