আন্তর্জাতিক খবর

বাংলাদেশসহ ১৩টি দেশের নাগরিকদের ইতালি প্রবেশ নিষেধ

৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশসহ ১৩টি দেশের নাগরিকদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে এবং সেইসাথে বন্ধ থাকবে বিমান চলাচল।

গত বৃহস্পতিবার ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর দিয়েছে আল জাজিরা। সেখানে বলা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়াতে বাংলাদেশসহ ১৩টি দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন ইতালি।

যে ১৩টি দেশের নাগরিকদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে- বাংলাদেশ, আরমেনিয়া, বাহরাইন, ব্রাজিল, বসনিয়া এন্ড হার্জেগোভিনা, চিলি, কুয়েত, উত্তর মেসিডোনিয়া, মলডোভা, ওমান, পানামা, পেরু এবং ডোমিনিকান রিপাবলিক।

এই বিভাগের অন্য খবর

Back to top button