জাতীয়
ঈদে চলবে গণপরিবহন: ওবায়দুল কাদের

ঈদুল আজহায় গণপরিবহন চলাচল করবে। তবে প্রতি বছরের ন্যায় ঈদযাত্রায় ভারী পরিবহন ঈদের তিনদিন আগে বন্ধ থাকবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এর মধ্যে জরুরি সেবা এবং অত্যাবশ্যকীয় পণ্য, পচনশীল পণ্য, ওষুধ, গার্মেন্টস সামগ্রী, পশুবাহী গাড়ি নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
এ বিষয়ে বিআরটিএ বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জাতীয় সংসদ ভবন এলাকাস্থ নিজ বাসভবনে গণপরিবহন বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কথা জানান।