বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে প্রাইভেট কার ও মাদকদ্রব্যসহ আটক ১০
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে প্রাইভেট কারসহ ফেন্সিডিল, ইয়াবা, গাঁজাসহ ১০ মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
বৃহস্পতিবার ভোরে বগুড়া সদর ও সোনাতলা উপজেলায় এ অভিযান পরিচালনা করে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানা গেছে, বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম বার এর সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আছলাম আলী পিপিএম এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ বগুড়া সদর ও সোনাতলা উপজেলায় অভিযান চালায়। পৃথক মাদক বিরোধী অভিযানে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে বগুড়া শহরের মাটিডালী বিমান মোড়ে দিনাজপুর হতে ঢাকাগামী একটি সাদা রংযের প্রাইভেটকার এর পেছন ডালায় স্কুল ব্যাগের ভেতর ১শ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় আব্দুল বারী (৪৫), পিতা-মোঃ মোজাম্মেল হক, সাং-মাহমুদপুর, নাহিদ আহম্মেদ ফারুক (৩৫), পিতা-মোঃ মোকছেদ আলী, সাং-পূর্ব ফতেহপুর(বারুনীপাড়া), মোহাম্মদ আলী(৫৫), পিতা-মৃত সৈয়ব উল্লাহ ব্যাপারী, সাং-মধ্যম মাগুরিয়া (আমবাগান), সর্বথানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুরদের গ্রেফতার করা হয়। অপর দুটি টিমের পৃথক অভিযানে শহরের ভাটকান্দি এলাকা হতে ১’শ পিচ ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (৩২), পিতা-মৃত আ: হামিদ খান ও মোছাঃ শারমিন আক্তার(২৮), স্বামী-মোঃ জাহাঙ্গীর আলম, পিতা-মোঃ আঃ সালাম, উভয় সাং-নাটাইপাড়া দক্ষিণ পাড়া, এ/পি-ভাটকান্দি উত্তরপাড়া, থানা ও জেলা-বগুড়া এবং সোনাতলা থানার দিগদাইর ইউনিয়নের মহিচরণ গ্রাম হতে ১ কেজি গাঁজাসহ আসামী আশরাফুল ইসলাম উরফে আশরাফ আলী (৪৬), পিতা মৃত মন্তেজার রহমান, সাং নারুয়ামালা পশ্চিমপাড়া হাইস্কুলের পার্শ্বে, মোঃ হেলাল প্রাং (৩০), পিতা মোঃ বাদশা মিয়া, আমলীচুকাই (কাগইল), উভয় থানা গাবতলী,মোঃ সাইফুল আলম (৬৩), পিতা মৃত নুরনবী, সাং উত্তর সুখানপুকুর বাঁশহাটা, মোঃ আব্দুর রশিদ সরদার (৫৯), পিতা মৃত ছইমুদ্দিন সরদার কসাই, সাং মহিচরণ মধ্যপাড়া, উভয় থানা সোনাতলা, মোঃ আমিনুল ইসলাম (৩৫), পিতা মোঃ হারুনুর রশিদ, সাং বুজরুক মাঝিড়া মণ্ডলপাড়া, থানা বগুড়া সদর, সর্বজেলা বগুড়াকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়ার গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আছলাম আলী পিপিএম জানান, বগুড়া জেলা পুলিশ সব ধরনের অপরাধ নির্মুলে সদা তত্পর রয়েছে। মাদক, সন্ত্রাস সহ সব ধরনের অপরাধের বিরুদ্বে অভিযান অব্যহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর ও সোনাতলা থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।