বগুড়া সদর উপজেলা
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বগুড়ায় বৃক্ষরোপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার। ‘মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন’ শ্লোগানে সারাদেশের ন্যায় বগুড়াতেও বৃক্ষ রোপন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় বগুড়ার পৌর এডওয়ার্ড পার্কে ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।
কর্মসুচির উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও বিভাগীয় বন কর্মকর্তা সুবেদার ইসলাম সহ কর্মকর্তাবৃন্দ।
বনবিভাগ বগুড়ার আয়োজনে বিভিন্ন জাতের বৃক্ষ রোপন করা হয়।