আন্তর্জাতিক খবরকরোনা আপডেট
বিশ্বের ১২ দেশকে এখনও করোনাভাইরাস ছুঁতে পারেনি
গোটা বিশ্ব যখন করোনার অন্ধকার ছায়ায় ছেয়ে গেছে। তবে এখনও এর ছোবল থেকে মুক্ত রয়েছে অন্তত ১২টি দেশ। এখন পর্যন্ত প্রশান্ত মহাসাগরের দ্বীপঘেরা ১২টি দেশে পৌঁছাতে পারেনি করোনাভাইরাস।
করোনা ছুঁতে পারেনি যে ১২টি দেশগুলোকে তা হল- উত্তর কোরিয়া, তুর্কমেনিস্তান, সলোমান আইল্যান্ড, ভানুয়াতু, সামোয়া, কিরিবাতি, মাইক্রোনেশিয়া, টোঙ্গা, মার্শাল আইল্যান্ড, পালাউ, ট্যুভালু ও নাউরু। তবে এই দেশ গুলোতেও করোনা ছড়িয়ে পরতে পারে বলছে অনেকই।
বিশ্বে দুই শতাধিক দেশ ও আন্তর্জাতিক অঞ্চল রয়েছে। এর মধ্যে জাতিসংঘ স্বীকৃত দেশ ১৯৩টি। WHO এর তথ্য মতে, ছয় মাসে ভাইরাসটি ১৮৮টি দেশে হানা দিয়েছে।
সবশেষ করোনা ছড়িয়ে পড়া দেশের তালিকায় রয়েছে- কমোরস, লেসোথো, সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে ও তাজিকিস্তান। ~তথ্যসূত্র: আলজাজিরা