জাতীয়শিক্ষা প্রতিষ্ঠান

আগামী ৯ আগস্ট থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু

আগামী ৯ আগস্ট থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির কার্যক্রম শুরু হচ্ছে। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। ভর্তি প্রক্রিয়ায় জটিলতা ও ব্যয় কমাতে এসএমএসের মাধ্যমে আবেদন প্রক্রিয়া বাতিল করা হয়েছে। শুধু অনলাইনে সর্বোচ্চ ১০টি ও সর্বনিন্ম ৫টি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আবেদন ফি ১৫০ টাকা। ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন অর রশীদ এ তথ্য জানিয়েছেন।

এক মাস উনিশ দিন পর অবশেষে কলেজে ভর্তির খবর পেলো ২০১৯-২০ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা। ৯ আগস্ট অনলাইনে ভর্তির মাধ্যমে শুরু হবে কার্যক্রম, চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। একজন সর্বোচ্চ ১০টি পছন্দের কলেজে আবেদন করতে পারবেন।

ঢাকা শিক্ষাবোর্ড চেয়ারম্যান জানান, যারা প্রথম দফায় ভর্তির সুযোগ পাবেন না তাদের জন্য থাকবে দ্বিতীয় ও তৃতীয়বার আবেদনের সুযোগ।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা এর চেয়ারম্যান মু. জিয়াউল হক বলেন, একজন শিক্ষার্থী তার পছন্দের কলেজের জন্য তিন বার আবেদন করতে পারে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম শেষ করতে পারবো। সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০ টি কলেজের আবেদন করতে পারবে। তার মেধা অনুযায়ী তাকে আমরা নির্বাচন করবো। তবে কবে থেকে শ্রেণীকক্ষে ক্লাস শুরু হবে সে বিষয়ে না বললেও চেয়ারম্যান বলছেন, করোনাকালের এ সময় পুষিয়ে নিতে শিক্ষা প্রতিষ্ঠানের বাৎসরিক যে ছুটি রয়েছে তা থেকে সমন্বয় করা হবে।

ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বলেন, ৯০ দিনের মতো আমাদের ছুটি আছে। আমরা যদি সেই ছুটিগুলোকে সমন্বয় করে দিতে পারি শ্রেণি কার্যক্রমের সঙ্গে। তাহলে সেই সময় হারিয়ে গেছে, তা আমরা সমন্বয় করতে পরবো। 

এ বছর কলেজে ভর্তির জন্য আবেদন করবেন ১৬ লাখ ৯০ হাজার ৫২৩জন শিক্ষার্থী।       

এই বিভাগের অন্য খবর

Back to top button