খেলাধুলা
পুরষদের টি- ২০ বিশ্বকাপ, স্থগিতাদেশ ঘোষণা আইসিসির
ঘোষণা না আসা পর্যন্ত খানিকটা আশা যদিও ছিল, বিশ্ব গণমাধ্যমের নানা প্রতিবেদন তাতে জল ঢেলে এসেছে গত দুমাস ধরেই। অবশেষে আশঙ্কাই সত্যি হল। পিছিয়ে দেয়া হয়েছে বছরের শেষে বসার অপেক্ষায় থাকা ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপ।
ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসর বসবে ২০২১ সালের অক্টোবরে। যার ফাইনাল আয়োজন করা হবে ১৪ নভেম্বর।
২০২২ সালের অক্টোবরে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হবে। এর ফাইনাল হবে ১৩ নভেম্বর।
এদিকে ২০২৩ সালের বিশ্বকাপ বসবে ভারতে। ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ শুরু হবে অক্টোবরে। ২৬ নভেম্বর বসবে ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার ফাইনাল।
অন্যদিকে ২০২১ সালের ফেব্রুয়ারিতে নারী ওয়ানডে বিশ্বকাপ আগের সূচি অনুযায়ী নিউজিল্যান্ডেই বসবে।