বগুড়া জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী অভিযানে আটক ০৩
বগুড়া জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী অভিযানে ১৭০০ পিচ ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
সোমবার দুপুরে বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: আছলাম আলী পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়: ১৯/০৭/২০২০ তারিখ বিকাল ০৫.৫৫ ঘটিকার সময় শেরপুর থানাধীন মির্জাপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন মির্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে ১৭০০(সতের শত) পিচ ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মাদারীপুর জেলার লক্ষীপুর (ছিলারচর) এলাকার মৃত কিয়ামউদ্দিনের ছেলে মো: রাজিব ব্যাপারী (৩৪) , বগুড়া জেলার শেরপুর থানার ভাটারা গোয়ালপাড়ার মো: রাজেক আলীর ছেলে মো: সজিব শেখ(২১) মো: হামিদ শেখ এর ছেলে মো: মেহেদী হাসান (২০) ।
বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: আছলাম আলী পিপিএম জানান : গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে গতকাল বগুড়ার শেরপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। অদ্য আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য যে, ধৃত ০১নং আসামী মোঃ রাজিব ব্যাপারী(৩৪)র বিরুদ্ধে মাদারীপুর জেলায় একাধিক মামলা রুজু আছে।
বগুড়া জেলা পুলিশ সুপার মো: আলী আশরাফ ভূঞা বিবিএম বার এর সার্বিক দিকনির্দেশনায় বগুড়ার চলছে যুদ্ধ মাদকের বিরুদ্ধে।