শিবগঞ্জ উপজেলা

শিবগঞ্জে পুলিশের অভিযানে ধর্ষণ ও জুয়া মামলায় আটক ১০

বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষন, জুয়া খেলা ও পলাতক আসামী সহ ১০জনকে আটক করেছে।

সোমবার শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো, শিবগঞ্জ উপজেলার আশরাফপুর গ্রামের মাহমুদের ছেলে আব্দুল মতিন (৩৫), আতাহার গ্রামের তছলিম মন্ডলের ছেলে তোফাজ্জল হোসেন, মৃত মোজাফ্ফরের ছেলে মকবুল হোসেন (৪৫), আটমুল গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে আব্দুল জব্বার (৩৮), মৃত রুস্তম আলীর ছেলে রশিদ (৪৫), মৃত আব্দুস সাত্তারের ছেলে ময়নুল ইসলাম (৪২), মৃত মাহতাবের ছেলে টুকু মিয়া, ছাতিয়ান পাড়ার মৃত হারুনর রশিদের ছেলে খোকা মিয়া, মহাস্থান এলাকার মৃত মনো বাসফোর ছেলে শ্রী রুবেল বাসফোর ও শাজাহান আলীর ছেলে ইউসুফ আলী (২০)।

শিবগঞ্জ থানা পুলিশ সুত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামানের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হরিদাস মন্ডল, এস.আই মোস্তাফিজুর রহমান, আব্দুল কুদ্দুস, আবুল কালাম আজাদ, শফিকুল ইসলাম, রোববার বিশেষ অভিযান চালিয়ে ধর্ষন, জুয়া খেলা ও পলাতক আসামী সহ ১০জনকে আটক করেছে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান জানান, উপজেলয়া মাদক, জুয়া বিরোধী অভিযান চালানো হচ্ছে। এর ধারাবাহিকতায় রোববার বিশেষ অভিযান চালিয়ে ধর্ষন, জুয়া খেলা ও পলাতক আসামী সহ ১০জনকে আটক করা হয়েছে। এবং আজ সোমবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button