করোনা আপডেট

রাজশাহী বিভাগে শনাক্ত ১০ হাজার ছাড়াল, মৃত্যু মোট ১৩৩

রাজশাহী বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জন রোগী মারা গেছেন। এই সময়ের মধ্যে নতুন শনাক্ত হয়েছে আরো ১৭৪ জন। এনিয়ে বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন ১০ হাজার ১৬৩ জন। তবে এদের মধ্যে সুস্থ হয়ে ফিরেছেন ৪ হাজার ৪৮৩জন।

আজ সোমবার (২০ জুলাই) রাজশাহীর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনাক্তদের মধ্যে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১ হাজার ৬১ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরো ১৭৪ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন মোট ১৩৩ জন।

গত ২৪ ঘন্টায় ৮টি জেলার মধ্যে রাজশাহী জেলায় সর্বোচ্চ ৯৭ জন শনাক্ত হয়েছে। এছাড়া বগুড়াতে ৬০ জন, সিরাজগঞ্জে ১৬ ও নাটোরে ১ জন শনাক্ত হয়েছেন।

জানা গেছে, বিভাগের সর্বোচ্চ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বগুড়া জেলায়। সেখানে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১৮০ জন। পরের অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। সেখানে শনাক্তের সংখ্যা ২ হাজার ২০৫ জন। তৃতীয় অবস্থানে সিরাজগঞ্জে শনাক্ত হয়েছে ১ হাজার ৫৯ জন।

এছাড়া নওগাঁ জেলায় ৭৭৯, চাঁপাইনবাবগঞ্জে ২৯১ জন, নাটোরে ৩৫১ জন, পাবনা ৬৭১ জন এবং জয়পুরহাটে ৬২৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

বিভাগে করোনা আক্রান্ত মোট ১৩৩ জন মারা গেছেন। মৃতদের মধ্যে, রাজশাহী জেলায় ১৮জন, বগুড়ায় ৮০, পাননায় ৯, নওগাঁয় ১২, সিরাজগঞ্জে ১০ জন, নাটোরে মোট ১জন, চাঁপাইনবাবগঞ্জ ২ ও জয়পুরহাটে ১জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button