জাতীয়

ইলিশ উৎপাদনে বিশ্বে প্রথম বাংলাদেশ

ধান, গম ও ভুট্টা বিশ্বের গড় উৎপাদনকে পেছনে ফেলে ক্রমেই এগিয়ে চলছে বাংলাদেশ। মাছ ও পাট উৎপাদনে দ্বিতীয় আর মাছ ও পাট উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে তৃতীয় অবস্থানে, আলু ও আম উৎপাদন এ সপ্তম অবস্থানে বাংলাদেশ।

কৃষিতে বিশ্বের বিস্ময় বাংলাদেশ 👇👇

ধান উৎপাদনে বাংলাদেশ বিশ্বে ৩য়
ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে ১ম
পাট উৎপাদনে বাংলাদেশ বিশ্বে ২য়
মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে ২য়
সবজি উৎপাদনে বাংলাদেশ বিশ্বে ৩য়
আলু উৎপাদনে বাংলাদেশ বিশ্বে ৭ম
আম উৎপাদনে বাংলাদেশ বিশ্বে ৭ম


বন্যা, খরা, লবণাক্ততা ও দুর্যোগ সহিষ্ণু শস্যের জাত উদ্ভাবনেও শীর্ষে বাংলাদেশের নাম। কৃষিতে বর্তমানে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের ধানের উৎপাদন তিন গুণেরও বেশি, গম দ্বিগুণ, সবজি পাঁচ গুণ এবং ভুট্টার উৎপাদন বেড়েছে দশ গুণ। দুই যুগ আগেও দেশের অর্ধেক এলাকায় একটি ও বাকি এলাকায় দুটি ফসল হতো। বর্তমানে দেশে বছরে গড়ে দুটি ফসল হচ্ছে।

গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রা উন্নয়নে তথ্যপ্রযুক্তিক ভিত্তিক ই-কৃষি খুলে দিয়েছে সম্ভাবনার জানালা। কৃষি তথ্য সার্ভিস দেশের প্রত্যন্ত গ্রামে ২৪৫টি কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র (এআইসিসি) স্থাপন করেছে। এছাড়া ২৮ অক্টোবর ২০১৫ ইনফো-সরকার ২৫৪টি উপজেলার ২৫৪টি আইপিএম/ আইসিএম কৃষক ক্লাবকে এআইসিসিতে রূপান্তরের উদ্যোগ গ্রহণ করেছে।

তথ্যসুত্রঃ কৃষি তথ্য সার্ভিস(এআইএস)

এই বিভাগের অন্য খবর

Back to top button