নন্দীগ্রাম উপজেলা

নন্দীগ্রামের ইউএনও শারমিন আখতার করোনায় আক্রান্ত

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে নন্দীগ্রামে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। এপর্যন্ত মারা গেছেন দুই জন।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় ইউএনও শারমিন আখতার নিজেই তার করোনা ভাইরাস পজিটিভের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও শারমিন আখতার জানান, আমার করোনা পজেটিভ এসেছে। তবে তেমন কোন উপসর্গ নেই। শুধু জ্বর ও হালকা কাশি রয়েছে। সোমবার (২০ জুলাই) আমি আমার নমুনা পরীক্ষা করাই।

বর্তমানে ইউএনও তার সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন। তার বাসায় দুই শিশু সন্তান, স্বামী ও গৃহকর্মী রয়েছেন। তারা সবাই ভাল আছে। তিনি উপজেলাবাসীকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে সবার নিকট দোয়া চেয়েছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button