বগুড়া সদর উপজেলা

বগুড়া জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৭ মাদক ব্যবসায়ী আটক

বগুড়া জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী অভিযানে ১৭৫ বোতল ফেন্সিডিল এবং ১০০ পিচ ইয়াবাসহ ০৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার: যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল আটক।

বুধবার দুপুরে বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: আছলাম আলী পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায় : ২২ জুলাই ২০২০ বুধবার সকাল ১০.৩০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন কেন্দ্রিয় বাস টার্মিনাল হইতে গোপন সংবাদের ভিত্তিতে SAMMO RAJA নামক যাত্রীবাহী বাস যাহার রেজি নং-বগুড়া জ-১১-০১১৪-এর ভেতর ড্রাইভিং সিটের উপরে টেলিভিশনের পেছনে বিশেষভাবে তৈরি বক্সের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫০(একশত পঞ্চাশ) বোতল ফেন্সিডিলসহ ৪ জন।

অপর একটি অভিযানে ১১.০০ ঘটিকার সময় বারপুর মোড় হইতে ২৫ বোতল ফেন্সিডিল এ কটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল, যাহার রেজি নং-ঢাকা মেট্রো ল-৩৫-০২১৭ সহ ১ জন।

এছাড়াও অপর একটি অভিযানে ১০০(একশত) পিচ ইয়াবাসহ একাধিক মামলার আসামী ও মাদক ব্যবসায়ী ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

আসামীরা হলো : চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার নলডুবি শান্তিমোড় এলাকার মো: সাদিকুল ইসলাম এর ছেলে মো: আতিকুল ইসলাম (২৫), বগুড়া জেলার সদরের ধরমপুর নয়াপাড়া এলাকার মো: শামীম আলমের ছেলে মো: নয়ন মিয়া (২৫), মৃত শাহাদৎ হোসেনের ছেলে মো: শামীম আলম (৪৩), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার রাজা বিরাট বানেশ্বর এলাকার মো: ওহাব এর ছেলে মো: সাকিব (২০), দিনাজপুর জেলার বিরামপুর থানার কুলুমক্ষেত্র জোতবানী এলাকার মো: মামুনুর রশিদের ছেলে জাহিদুল ইসলাম বিদ্যুৎ (২০), বগুড়া জেলা সদরের বাদুড়তলার মো: আফজাল হোসেনের ছেলে রুবেল হোসেন(২২) ও মো: রুবেল হোসেনের স্ত্রী মোছা: দুলালী বেগম।

বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: আছলাম আলী পিপিএম জানানঃ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়ার সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটককৃত বাস ও মোটরসাইকেল ডিবি, বগুড়ার হেফাজতে রয়েছে।

বগুড়া জেলা পুলিশ সুপার মো: আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর সার্বিক দিক নির্দেশনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button