বন্যার্তদের মাঝে বগুড়া জেলা পুলিশের ত্রাণ বিতরণ
বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
২২ জুলাই ২০২০ বুধবার সকালে সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুরের গুচ্ছগ্রাম এবং চালুয়াবাড়ি ইউনিয়নের ৩০০ বন্যা দুর্গত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেনবগুড়া জেলা পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার । এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) সাবিনা ইয়াসমিন।
পুলিশ সুপার বন্যা প্লাবিত বিভিন্ন চরাঞ্চল ঘুরে আক্রান্ত লোকজনের সাথে কথা বলেন এবং যেকোন মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি চরাঞ্চলের নাগরিকদের সাহসের সাথে বর্তমান পরিস্থিতি মোকাবেলার আহবান জানান।
উল্লেখ্য, এপর্যন্ত বন্যায় জেলার সারিয়াকান্দি উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২৫ হাজার ৭৫০ পরিবারের ১ লাখ ৩০০ জন, সোনাতলা উপজেলার ৩টি ইউনিয়নের ৪ হাজার ৯৭০ পরিবারের ২২ হাজার ২৫০ জন এবং ধুনট উপজেলার ২টি ইউনিয়নের ৬২২ পরিবারের ২ হাজার ৯২০জন ক্ষতিগ্রস্ত হয়েছেন।