কাহালুতে রেলওয়ে এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ও দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার সকালে বগুড়ার কাহালু রেলওয়ে স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান চালায় বাংলাদেশ রেলওয়ে বিভাগ বগুড়া।
উক্ত অভিযানে কাহালু রেলওয়ে স্টেশন এলাকার দুপাশে অবৈধ ভাবে গড়ে ওঠা চা স্টল, হোটেল সহ বিভিন্ন স্থাপনা ও দোকান ঘর ভেঙ্গে দিয়ে উচ্ছেদ করে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে বগুড়া ৪-নং কাচারি অফিসের কানুনগো মোঃ গোলাম নবী ও রেলওয়ে পুলিশ।
তিনি জানান, রেলস্টেশন এবং এর আশে পাশের ১৪৪ ধারা জারি থাকে। এটি উপেক্ষা করে অনেকেই রেললাইনের দু ধার দিয়ে অবৈধ ভাবে দোকান ঘর গড়ে তুলেছেন। আমাদের কাছে বার বার এগুলো উচ্ছেদের জন্য অভিযোগ আসছিল। তারই প্রেক্ষিতিতে আমরা আজকে উচ্ছেদ অভিযান চালিয়ে দখল হওয়া রেলওয়ের সম্পত্তি উদ্ধার করেছি।
তবে স্থানীয় দোকানদাররা জানিয়েছেন, তাদেরকে কোন প্রকার নোটিশ বা পূর্বে অবগত না করে দোকানপাট গুড়িয়ে দেওয়ায় তারা এই করোনা পরিস্থিতিতে দিশা হারা হয়ে পরেছেন। তাদের উচ্ছেদ অভিযানের পূর্বেই জানালে তারা তাদের মালামাল অন্যত্র সরিয়ে নিতে পারতেন।
এ অবস্থায় তারা সরকারের কাছে জীবন ধারণের জন্য সহযোগীতা চেয়েছেন।