বগুড়া সদর উপজেলা

পরিকল্পিত সিএনজি ছিনতাই ঠেকালো জেলা পুলিশ বগুড়া -আটক ৩

বগুড়ায় পূর্বপরিকল্পিত সিএনজি ছিনতাই ঠেকালো টহল পুলিশের একটি টীম।এ ঘটনায় ছিনতাইকারী দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন: বগুড়া সদরের ধাওয়াপাড়ার দুদু মিয়ার ছেলে নাঈম প্রাং (২০), নারুলী তালপট্টির তাজুল ইসলাম সাজুর ছেলে পাপ্পু আকন্দ(২২), নারুলী মধ্যপাড়ার সাজু প্রাং এর ছেলে রবি প্রাং (২৫)।

২২ জুলাই রাত ৯টায় বগুড়া সদর থানাধীন ছাতিয়ান বোগ্রো গ্রীন রিসোর্ট পার্কের সামনে এ ছিনতাই চেষ্টার ঘটনাটি ঘটে। ছিনতাই চেষ্টা কালীন সময়েই টহল পুলিশের উপস্থিতিতে ১ ছিনতাইকারীকে আটক করা হয় পরে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির এর দিকনির্দেশনায় সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত রেজাউল করিম রেজা ও থানার নারুলী ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জামিরুল ইসলাম উপ-পরিদর্শক মোঃ বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে আরো দুই আসামীকে গ্রেফতার করে।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত রেজাউল করিম রেজা বগুড়া লাইভকে বিষয়টি নিশ্চত করেছে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, আজ ২২শে জুলাই রাত্রি অনুমান ০৮.৩০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন চেলোপাড়া সিএনজি স্ট্যান্ড হইতে খালি সিএনজি নিয়া গাবতলী যাওয়া পথে নারুলী কবরস্থানে সামনে ০৪ জন লোক যাত্রী বেশে গাবতলীতে যাওয়ার কথা বলিয়া বাদীর সিএনজিতে উঠে । ০৯.০০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন ছাতিয়ানস্থ বগুড়া গ্রিন রিসোর্ট পার্ক এর সামনে গাবতলীগামী পাকা রাস্তার উপর পৌছামাত্র সিএনজিতে যাত্রী বেশে থাকা আসামীগন তাহাদের পূর্ব পরিকল্পনা মোতাবেক তাহাদের কাছে থাকা কাপড় দ্বারা বাদীর মুখ চাঁপিয়া ধরিয়া বাদীকে মারপিট করিয়া ধারালো চাকু দ্বারা বাদীকে মৃত্যুর ভয়ভীতি দেখাইয়া সিএনজিটি ছিনতাই করিয়া নিয়া যাওয়ার চেষ্টা করিলে আসামীদের সাথে সিএনজিচালকের ধস্তাধস্তির একপর্যায়ে সিএনজিটি উল্টাইয়া গেলে সিএনজি চালক ডাক চিৎকার দেই এবং ১জন ছিনতাইকারীকে জাপটাইয়া ধরে । স্থানীয় লোকজন সহ টহল পুলিশ দল উপস্থিত হইলে ০৩ (তিন) জন ছিনতাইকারী দৌড়াইয়া পালাইয়া যায় । পরে সেখান থেকেই নাইমকে এবং পরে আরো দুজনকে গ্রেফতার করা হয়।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত রেজাউল করিম রেজা বগুড়া লাইভকে জানান : আসামীদের নামে মামলা দায়ের করা হয়েছে। আজ আদালতে প্রেরণ করা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button