বিনোদন
প্রতিবারের ন্যায় এবার ঈদেও গান শোনাবেন ড. মাহফুজুর রহমান
ঈদুল আজহা তে বরাবর এর ন্যায় এবারো একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন এটিএন বাংলা টেলিভিশনের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।
এটিএন বাংলা কর্তৃপক্ষ জানায় ঈদের দ্বিতীয় দিন রাত সাড়ে ১০টায় একক অনুষ্ঠানটি প্রচার হবে।তবে অনুষ্ঠানটির নাম এখনো ঠিক করা হয়নি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দীর্ঘদিন থেকে মানুষ ঘরবন্দি। আর এই ঘরবন্দি দর্শকদের একঘেয়েমি কাটাতে তার অনুষ্ঠানটি ভিন্ন মাত্রার আনন্দ যোগ করবে বলে প্রত্যাশা করছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এবারের অনুষ্ঠানটির শুটিং হয়েছে স্টুডিওতে। তবে গানের সঙ্গে ভিজ্যুয়াল গ্রাফিক্সের মাধ্যমে নানা মনোরম দৃশ্যে দেখা যাবে ড. মাহফুজুর রহমানকে।
গত কয়েক বছরের মতো এবারও বেশকিছু মৌলিক গান পরিবেশন করবেন ড. মাহফুজুর রহমান। প্রেম, করোনা যাপিত জীবনের নানা বিষয় নিয়ে গান পরিবেশন করবেন বলে জানা যায়।