শিবগঞ্জ উপজেলা

বগুড়ায় শিবগঞ্জ থানার গত ২৪ ঘন্টার অভিযানে মাদকসহ আটক ৮

বগুড়ার শিবগঞ্জে গত ২৪ ঘন্টায় বিরোধী অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিল, তিন লিটার লিকুইড ফেনসিডিল, ২(দুই) কেজি গাঁজা এবং ২০ গ্রাম হেরোইনসহ আটক ৮ জন।

শুক্রবার দুপুরে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়ায় গত ২৪ ঘন্টায় শিবগঞ্জ থানা এবং মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র একত্রে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল সহ ২ জন। ২ কেজি গাঁজা সহ ২ জন। আরও ৩০ বোতল ফেনসিডিল সহ ১ জন। ২০ গ্রাম হোরোইনসহ একজন। ৩ লিটার লিকুইড ফেনসিডিলসহ ১ জন ও ১৫ বোতল ফেনসিডিল সহ ১ জন কে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন : বরিশাল জেলার আগৈলঝাড়া থানার চাত্রীশিরার মুজিব এর ছেলে ফরহাত হোসেন ওরফে বক্তিয়ার (৩২), বাবুগঞ্জ থানার পাংশার মোশারফ এর মেয়ে রুপা বেগম (১৯), পাবনা জেলার সদরের বয়রা এলাকার মৃত জয়নালের ছেলে সানাউল ইসলাম ওরফে সানা ( ২৯), মিনদহ এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর (২২), দিনাজপুর জোর হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুরের আব্দুল মতিনের স্ত্রী রহিমা বেগম (৪৩), বিরামপুর থানার পূর্ব জগন্নাথপুরের মৃত সিরাজ মন্ডলের ছেলে বুলু মন্ডল (৩০), কোতোয়ালী থানার জাহাজ কোম্পানী এলাকার আলমগীরের ছেলে খাজা মঈনুদ্দীন ওরফে রোমান (৩৮), গোবিন্দগঞ্জ জেলার গাইবান্ধা থানার পার্বতীপুরের বিল্লারের স্ত্রী মমতা বেগম (৩৫)।

বগুড়ার শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামান জানানঃ তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও বিক্রেতাদের সাথে আমার কোন আপোষ নেই। মাদকের সাথে যারাই জড়িত থাকবে তাদেরকে পর্যায় ক্রমে আটক করে আইনের আওতায় আনা হবে। তিনি মাদক বেচা-কিনা ও সেবনকারীদেরকে মাদক থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান।

এই বিভাগের অন্য খবর

Back to top button