সারিয়াকান্দি উপজেলা
আইজিপি প্রদত্ত ত্রাণ বিতরণ করলেন বগুড়া জেলা পুলিশ সুপার
বগুড়ার সারিয়াকান্দি থানার দুর্গম চরাঞ্চলের বন্যাপীড়িত ২০০ পরিবারের মধ্যে সম্মানিত আইজিপি কর্তৃক প্রদত্ত ত্রাণ বিতরণ করেছেন পুলিশ সুপার বগুড়া মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার।
২৫ জুলাই ২০২০ সারিয়াকান্দির চর মূলবাড়ি, নান্দিনার চর এবং শণ পঁচার চরের বন্যাদুর্গত এলাকায় এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি লবণ, এক কেজি তেল, একটি শাড়ি, একটি লুঙ্গি, একটি মিষ্টি কুমড়া, একটি লাইফবয় সাবান, একটি হুইল সাবান এবং পাঁচ পাতা পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট।
এসময় উপস্থিত ছিলেন : অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুর রশিদ এবংগাবতলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন এবং সারিয়াকান্দি থানার অন্যান্য অফিসারবৃন্দ ।