বগুড়ায় করোনার সংক্রমণ সাড়ে ৪ হাজার ছাড়াল,মোট মৃত্যু শতাধিক

বগুড়ায় ২৪ ঘন্টায় ৩১৮ টি নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে আরো ৫৯ জনের করোনা শনাক্ত করা হয়েছে।
এ নিয়ে জেলায় মােট করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫০৫ জন। নতুন করে আরও ৬১ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৯০৬ জন। নতুন করে করোনা আক্রান্ত হয়ে ৫ জন মৃত্যুবরণ করায় বগুড়ায় মােট মৃত্যুর সংখ্যা ১০০ জনে দাঁড়িয়েছে।
রবিবার, ২৬ জুলাই সকাল ১১ টায় অনলাইন ব্রিফিংয়ে খবরটি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডাঃ ফারজানুল ইসলাম।
২৪ ঘন্টায় করোনা শনাক্তদের মধ্যে পুরুষ ৩৮ জন, নারী ১৭ জন, শিশু ৪ জন। সংক্রমিতদের মধ্যে সদর সদর ৩৯জন, শেরপুরে ৯জন, আদমদীঘি ৩জন, শাজাহানপুর ২জন, শিবগঞ্জ ২জন, দুপচাঁচিয়া, ধুনট, কাহালু এবং নন্দীগ্রামে একজন করে করোনা আক্রান্ত হয়েছেন।
২৫ জুলাই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে বগুড়া ১৮৮ টি নমুনা পরীক্ষার মধ্যে ফলাফল করোনা পজিটিভ এসেছে ৫০ জনের। অপরদিকে টিএমএসএস আর টি পিসিআর ল্যাবে মােট ৩১ টি নমুনা পরীক্ষায় বগুড়ার ৯ জনের করোনা পজিটিভ এসেছে।