বগুড়া সদর উপজেলা

প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন আবুল হোসেনের ইন্তেকালে

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিকের পিতা, বগুড়া করোনেশন স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আবুল হোসেনেরর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক বিবৃতিতে তিনি মরহুমের পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, আবুল হোসেন আজ রোববার বিকাল ৩টায় বগুড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। খবর-বাসস

এই বিভাগের অন্য খবর

Back to top button