প্রধানমন্ত্রী প্রদত্ত উপহার বিতরণ করলেন সাংসদ সাহাদারা মান্নান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত উপহার বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করলেন ৩৬ বগুড়া ০১ আসনের নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান।
২৮ জুলাই মঙ্গলবার বন্যায় ক্ষতিগ্রস্ত সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ী ইউনিয়নের হাটবাড়ী চর এলাকা সরজমিনে পরিদর্শনপূর্বক ৩০০ শত পরিবারের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া শুকনা খাবার, পানির জারকিন, পানি বিশুদ্ধকরনের ট্যাবলেট বিতরণ করেন ৩৬ বগুড়া ০১ আসনের নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান।
এসময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া, সারিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আকরামুল হক, সারিয়াকান্দি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব সারওয়ার আলম, সারিয়াকান্দি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুলতান আহমেদ, ট্যাগ অফিসার, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি জনাব মমতাজুর রহমান মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম দুঃখু, সারিয়াকান্দি উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আশিক আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ ইউনুছ আলী, চালুয়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত আলী।