শিবগঞ্জ উপজেলা

বগুড়ার শিবগঞ্জে ৬ জন ভিক্ষুক এখন ব্যবসায়ী

ভিক্ষাবৃত্তি ছেড়ে ব্যবসায়ী হলেন বগুড়ার শিবগঞ্জের ৬ অসহায় মানুষ। জীবন যুদ্ধে টিকে থাকতে মানুষের দুয়ারে হাত না পাতলে যাদের দিন পার করা কঠিন ছিলো আজ তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে হয়েছেন ব্যবসায়ী।

অন্য আট দশ জনের মতোই স্বাবলম্বি হওয়ার স্বপ্ন এবার পূরণ হলো তাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় অসহায় ভিক্ষুকদের ভাগ্য বদলের অংশ হিসেবে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে তাদের মাঝে বিতরণ করা হয় দোকান ঘর। শুধু তাই নয়, দোকানে বিক্রির জন্য কিনে দেয়া হয়েছে প্রায় ৬১ প্রকারের সামগ্রী। বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক নিজে উপস্থিত হয়ে তাদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী প্রদত্ত এসব উপহার।

প্রধানমন্ত্রী প্রদত্ত দোকান ঘর ও মালামাল পেয়ে হাসি ফুটেছে শব্দলদিঘী গ্রামের মসফিকুল ইসলাম, কানুপুর গ্রামের মোঃ রোস্তম আলী ফকির, মোকামতলা ইউনিয়নের চানপুর গ্রামের আনারুল ইসলাম, রায়নাগর ইউনিয়নের রায়নাগর পশ্চিম পাড়া গ্রামের মোকছেদ, আটমুল ইউনিয়নের বড় বেল ঘড়িয়া গ্রামের মোছাঃছায়ভান বেগম এবং দেউলী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের আতাউরের মুখে। তারা বলছেন,ভিক্ষা নয় ব্যবসা করেই চালাবেন তাদের জীবিকা।

দোকান বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক,শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সহকারী কমিশনার (ভুমি) মৌলি মন্ডল, ওসি এসএম বদিউজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম রাজু, স্বাস্থ্য কর্মকর্তা তারক নাথ কুন্ডু প্রমুখ।

এই বিভাগের অন্য খবর

Back to top button