বগুড়াবাসীকে বগুড়া জেলা আওয়ামীলীগের ঈদ শুভেচ্ছা
বগুড়াবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, করোনা মহামারীর সাথে নতুন করে যুক্ত হয়েছে বন্যার প্রকোপ। অতীতের ন্যায় এই দুঃসময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সব সময় মানুষের পাশে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘােষণা একটি মানুষও অভুক্ত থাকবে না, এই মহান ব্রত নিয়ে কাজ করতে হবে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে। পবিত্র ঈদুল আজহার মূল প্রতিপাদ্য ত্যাগের মহিমা ছড়িয়ে দিতে হবে সর্বত্র। মানুষের পাশে দাঁড়ানাের নামই রাজনীতি। সেই লক্ষ্যে এই দুর্যোগে কাজ করতে হবে। মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে এই দুর্যোগ কেটে যাবে, ইনশাআল্লাহ।।
পরিশেষে নেতৃবৃন্দ সকলের সুখী ও সমৃদ্ধশালী জীবন কামনার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে পশু কোরবানি করার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।