সারিয়াকান্দি উপজেলা

সারিয়াকান্দিতে বানভাসি দুইশত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সারাদেশে করোনা মহামারীর ভয়াল থাবায় কর্মহীন হয়ে দিন কাটাচ্ছে নিম্ন আয়ের মানুষজন। অতিবৃষ্টির ফলে নদ-নদীর পানি বৃদ্ধি হয়ে সৃষ্টি হয়েছে বন্যার। করোনা ও বন্যায় আয়রোজগারের পথ বন্ধ হওয়ায় উভয়সংকটে পড়েছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার শতশত বানভাসি মানুষ।

বৃহস্পতিবার সারিয়াকান্দি উপজেলার শেরপুর এলাকায় বানভাসি দুই শতাধিক জণগণের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আসাদুর রহমান দুলু।

বন্যা প্লাবিত অসহায় মানুষদের মাঝে চাল, ডাল, চিনি, চিড়াসহ বিভিন্ন শুকনা খাবার বিতরণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন তার সহধর্মিণী প্রভাষক শামীমা জেসমিন, ছেলে ইসরা আল রহমান, সুজাবাদ দাখিল মাদ্রাসার সভাপতি ও পৌরসভার ১৩ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সহ-সভাপতি সৈয়দ রিজভী আহম্মেদ ফারুক, জেলা ছাত্রলীগ নেতা আতিকুর রহমান আতিক, জুয়েল রানা, রানা পারভেজ, সোহেল তানভীর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মেহেদুল ইসলাম, তারেক মোহন,আরাফাত রহমান পিনাক, বাপ্পী, সুমন, মিঠন, শামীম প্রমুখ।

এই বিভাগের অন্য খবর

Back to top button