ধুনটে বন্যার্তদের মাঝে পুনাকের ত্রাণ বিতরণ

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বন্যা দুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। সোমবার দুপুর সাড়ে ১২টায় যমুনা নদীর সহরাবাড়ী স্পারে আনুষ্ঠানিক ভাবে বন্যার্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) বগুড়া’র সভানেত্রী রোমানা আশরাফের সভাপতিত্বে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা।
এসময় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান, পুলিশ নারী কল্যাণ সমিতি বগুড়া’র সহসভাপতি নাজিফা চৌধুরী, কোষাধ্যক্ষ রওশনারা মুন্নি, সাধারণ সম্পাদক মুঞ্জুরি ইসলাম, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান।