দুর্ঘটনা

বগুড়ার শেরপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৬

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ছোনকা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছে।

৩ আগষ্ট সকাল ১১টায় শেরপুর উপজেলার ভবানিপুর ইউনিয়নের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, বগুড়ার মালতিনগর এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মাকাল শেখ (৪৫), সলঙ্গা থানার চরিয়া মধ্যপাড়া এলাকার খায়ের শেখের মেয়ে খোদেজা খাতুন (৪০), বেড়া কুলা এলাকার মোহাম্মদ আলীর মেয়ে মোমেনা খাতুন (১৩), শেরপুর এলাকার এলিজা খাতুন (৩০), পাবনার ঝর্ণা খাতুন (১৮), ফুলমালা (২৫)।

জানা যায়, ঢাকা থেকে যাত্রী নিয়ে বগুড়াগামী টিআর ট্রাভেল (ঢাকা-মে-ট-১৪-৫৮৭৬) ছোনকা এলাকায় পৌছালে বিপরীতমুখী নিভা (বগুড়া-জ-০৪০০৭৮) মুখোমুখী সংঘর্ষ হয়। এতে কামাল হোসেন, খোদেজা, ও মোমেনা গুরুত আহত হয়। শেরপুর ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসার জন্য ভার্তি করে। এবং এলিজা খাতুন, ঝর্ণা খাতুন, ও ফুলমালা স্থানীয় হাসপাতলে চিকিৎসা নিয়ে চলে যায়।

শেরপুর ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স রতন হোসেন জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতলে পাঠিয়ে দিয়েছি। এবং ৩০ মি: পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button